কবিতা ও তুমি

প্রিয়ার চাহনি (মে ২০১২)

সূর্য
  • ৬৬
  • ৫৫
নিরলস প্রচেষ্টায় হয়ত দু-চার পঙক্তি কবিতা,
বড়জোর মনের বিশেষ রসের কথা-
লিখেও ফেলতে পারি।
হয়তো...
ফরমায়েশ মত তোমার বন্ধুর জন্মদিনে
প্রেম জাগানিয়া কিছু কথা
কিছু শুভকামনা, বন্দি করে দিতে পারি
তোমার মুঠোফোনের ডাক বাক্সে।
কবিতা!...
হয়ত ক্ষণিকের ভালোলাগা,
সৃষ্টি করতে পারে কিছু ভাবেরও,
তবু ও...
কবিতার কি সাধ্যি আছে?
আষ্টে-পৃষ্ঠে লেপ্টে থাকে
তোমার উষ্ণ শরীরে।
দিনের শেষে যখন তুমি ক্লান্ত, অবসন্ন;
সেখানে কবিতার প্রবেশ নিষেধ।
তুমি তখন ব্যস্ত,
হয়তো...
বন্ধুটির বুকে মাথা রেখে
পরম সুখে দিব্যি আওড়ে যাচ্ছ
তোমায় নিয়ে লেখা আমার ৫১টি কবিতা।
তখনও...
আমি যোজন যোজন দুরে বসে
ঘুমহীন চোখে তোমাকে দেখি,
আমার নাসারন্ধ্রে
তখনও তোমার শরীরের ঘ্রাণ অনুভূত হয়।
আমার নারী! তুমি এমন কেন?
মিথ্যে; ছলনার অনুকূলে
কেন শুধু তোমারই ছবি?
কেন এমন হয়?
এই একবিংশ শতাব্দীতে এখনও আমি
সামন্তবাদী ধ্যান-ধারণার বাহক মাত্র
যা আমার, তা শুধু আমারই-
অহংকারে বাতাসে ভেসে বেড়াই,
তুমি শুধু আমার, অন্য কারো নও।
আমি ভুলে যাই- সময় বদলেছে,
বদলেছো তুমিও।
প্রতিদিন একই রুটিন!
পাগল...
জীবনে ব্যতিক্রম এখন সময়ের দাবী।
কিন্তু আমি বদলায়নি এতটুকুন,
বদলায়নি তোমাকে নিয়ে লেখা
আমার কবিতার পঙক্তিগুলোও।
হয়ত অনন্তকাল আমার কবিতা
তোমাকে ঘিরেই আবর্তিত হবে,
সাথে হয়ত আমিও।
তোমার চাহনিতে খুঁজে পেতে চাই-
আমারই প্রতিচ্ছবি,
কিন্তু...
অনেক খুঁজে পেতে সেখানে দেখেছি
সুঠাম দেহের কোন অঢেল সম্পদের মালিককে।
সে কবি নয়;
অথচ...
কবিতা কেনার সামর্থ্য তার আছে।
স্বপ্ন দেখার লোভ তবুও সংবরণ করতে পারিনি।
বার বার; হাজার বার
তোমার সামনে দাঁড়িয়েছি
তুমি আমায় নিরাশ করনি,
আবার, আমাতে বিলীনও হওনি।
আমি বুঝতে পারিনা
কিসে তুমি তৃপ্ত,
চোখের উপর চোখ রেখে বলবে,
এইতো; সব পেয়েছি...
তবুও আমি, আমার কবিতা
চিরকাল শুধু তোমাতেই হারাবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শেখ একেএম জাকারিয়া কিতা আর কইতাম সরুজ দা খুব সুন্দর অইছে। ভালা থাকইন যেনে।
সেলিনা ইসলাম সুন্দর আর সাবলীল শব্দের অন্যোন্য সব কথামালা ! খুব ভাল লাগল শুভেচ্ছা কবি
মোঃ শামছুল আরেফিন কবিতা পড়ে সবার আগে পছন্দের তালিকায় যোগ করলাম। অসম্ভব অসম্ভব ভাল লিখেছেন ভাইয়া। চমতকার অনবদ্য আধুনিক কবিতা। কবিতায় ওমন রোম্যান্স দেখে অভিভূত। অসাধারণ শিল্পচর্চার উদাহরণ হতে পারে কবিতাটি। আর একটা কথা ভাইয়া- আবৃত্তি করার জন্য এর চেয়ে ভাল আদর্শ কবিতা হতে পারেনা।
আরেফিন এটা আবৃত্তির জন্যই লেখা হয়েছে তবে তুমি যে রকম প্রশংসা করেছ সেটা ভালবাসার বাড়াবাড়ি হা হা হা। অনেক অনেক ধন্যবাদ লক্ষি ভাইটারে।
গাজী হানিফ দারুণ একটা কবিতা লিখেছেন ভাই..
আনিসুর রহমান মানিক অনেক সুন্দর /
অনেক কৃতজ্ঞতা রইল মানিক।
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) ভাল লেখকের ভাল কবিতা পড়ে ভাল লাগলো । দোয়া করি ।আল্লাহ আপনাকে সকল প্রকার বালা মসিবত থেকে হেফাজত করুন । আমীন ।।
আপনি মাঝে মাঝে এসে আমার লেখা পড়েন অথচ ফোন ধরেন না কোন অন্যায় কি করেছি? খুব কষ্ট লাগে ভাবলে। অনেক অনেক ভাল থাকবেন হুজুর।
সুমননাহার (সুমি ) ওহহো ভাইয়া ওই কবিতা তাই তো এটা তাইনা? তাই ৫ দিলাম
হ্যা এটা সেই কবিতাটাই যেটা শুনেছিলে। অনেক অনেক শুভেচ্ছা ।
পারভেজ রূপক দারুণ লাগল ভাই।
অনেক অনেক কৃতজ্ঞতা রইল।
আহমেদ সাবের চেনা সূর্য মেঘের আড়াল কাটিয়ে জ্বলে উঠেছে আবার। অসাধারণ কবিতা। "তোমায় নিয়ে লেখা আমার ৫১টি কবিতা" - ৫১ তে হবে না সূর্য, আরও কবিতা লাগবে। হা হা হা।
হা হা হা সাবের ভাই যে হারিয়ে যায় তার জন্য ৫১টা কি আর ৫১০টাই কি কখনো আর ফেরানো যায় না। অনেক শ্রদ্ধা জানবেন।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫